বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ফ্রান্সের বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। টেলিগ্রামের অ্যাপ সম্পর্কিত একটি অপরাধের পরোয়ানার ভিত্তিতে দুরভকে গ্রেফতার করে ফরাসি পুলিশ।
তিনি নিজের প্রাইভেট উড়োজাহাজে (জেট) করে দেশটির লো বোর্গেট বিমানবন্দরে অবতরণ করেন। এরপর তাকে গ্রেফতার করে ফরাসি পুলিশ।
রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানায়, দুরভকে গ্রেফতারের ঘটনায় ফ্রান্সের রুশ দূতাবাস ‘তাৎক্ষণিক পদক্ষেপ’ নিচ্ছে। তারা প্রাথমিকভাবে পরিস্থিতি বুঝতে চেষ্টা করছে।
৩৯ বছর বয়সী রাশিয়া বংশোদ্ভূত পাভেল দুরভ। ২০১৪ সালে রাশিয়া ছাড়েন দুরভ। কারণ হিসেবে জানা যায়, টেলিগ্রামের অ্যাপ টির তথ্যভান্ডার রুশ সরকারের হাতে তুলে দেওয়ার জন্য জোরাজুরি করা হয়।
এরপর থেকে দুবাই থেকেই এটি পরিচালিত হয়। ২০১৮ সালে টেলিগ্রাম নিষিদ্ধ করে রুশ সরকার। কিন্তু ২০২১ সালে তা প্রত্যাহার করে নেওয়া হয়।
জেএন/পিআর