মিরসরাইয়ে মাছ শিকার করতে গিয়ে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরপাড়ে জাল নিয়ে মাছ শিকার করতে গিয়ে মো. জাকির হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

- Advertisement -

সোমবার (২৬ আগস্ট) দুপুর ২টায় মিরসরাই ইকোনমিক জোনের সাগরপাড়ের ১৬ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

জানা গেছে, মাছ ধরতে গিয়ে পা পিছলে অন্য একটি জালে আটকা পড়ে গুরুতর আহত হন জাকির। পরে স্থানীয়রা উদ্ধার করে মিরসরাই মাতৃকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জাকির উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী মনু ভুইয়াপাড়া ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রফিকুল গাজির ছেলে। তিনি স্থানীয় হাজি এগ্রো নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন বলে জানা গেছে।

- Advertisement -islamibank

হাজি এগ্রোর ম্যানেজার নাজিম উদ্দিন জানান, জাকির হোসেন আজ (সোমবার) সকাল সাড়ে ১০টায় ইকোনমিক জোন এলাকায় জাল নিয়ে মাছ ধরতে যান।

অসাবধানতাবশত পড়ে গিয়ে জালে আটকা পড়ে। পরে সঙ্গে থাকা অন্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে হাজি এগ্রোতে কর্মরত ছিলেন।

স্থানীয় মাতৃকা হাসপাতালের চিকিৎসক গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM