চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত মদপানে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার বাড়বকুণ্ডের নতুনপাড়া ও দীঘির নামা এলাকায় নিজ ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, ৭ নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া গ্রামের আবুল বশর (৪৪) ও ৪ নম্বর ওয়ার্ড দীঘিনামা গ্রামের জাহাঙ্গীর আলম (৪৮)। দু’জনেই সিনজি অটোরিকশা চালক।
জানা যায়, দীঘির নামা কাপ্তান বাড়ির আমিনুল হকের ছেলে জাহাঙ্গীর ও তার বন্ধু নতুনপাড়ার মো. আবদুল্লাহর ছেলে বশর দীর্ঘ দিন ধরে মদপানে অভ্যস্ত ছিল।
বাড়বকুন্ড ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. সোহেল জানান, আবুল বশর নামের এক ব্যক্তি মারা যাওয়ার খবর পেয়ে সকাল ১০টায় আমি জানাজায় উপস্থিত হই।
জানাজায় লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারি বসর ছাড়াও আরও এক ব্যক্তি মদপান করে মঙ্গলবার রাতে মারা গেছেন।
পরিবারের লোকজন তড়িঘড়ি করে কাউকে কিছু না জানিয়ে তাদের দাফন সম্পন্ন করেছেন। বশরের নামে একাধিক ডাকাতি ও অপহরনের মামলা রয়েছে।
সীতাকুণ্ড থানার সেকেন্ড অফিসার এসআই রাজিব পোদ্দার গণমাধ্যমকে বলেন, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে তদন্ত করতে যায়।
প্রাথমিকভাবে তারা মদপানে মারা গেছে বলে আমরা জানতে পারি। তবে এই ঘটনায় কারও পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
জেএন/পিআর