ত্রাণ দিয়ে চট্টগ্রামে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত ৯

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের আর আর জুট মিলের সামনে সড়ক দুর্ঘটনায় ৯ জন গুরুতর আহত হয়েছেন।

- Advertisement -

শুক্রবার (৩০ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ফেনী এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ দিয়ে চট্টগ্রামে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

এ ঘটনায় আহতরা হলেন, মালেক মিয়া(২৩), রিফাত হোসেন (২১), লিয়াকত (২৬), মইনুদ্দিন আজাদ (২৩), দেলোয়ার হোসেন (২০), সোহেল সিকদার (২০), নিজাম (২৫), তাকরিম (২৫) ও ইয়াকুব (২৭)।

জানা যায়, চট্টগ্রাম থেকে একদল স্বেচ্ছাসেবী ফেনীর বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করে ফিরছিলেন। এ সময় তাদের বহনকারী পিকআপটি বাঁশবাড়ীয় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

- Advertisement -islamibank

এতে গাড়িতে থাকা নয়জন গুরুতর আহত হন এবং গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে পিকআপ চালকের ঘুমের জন্য এ দুর্ঘটনা ঘটে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM