আফগানিস্তানের রাজধানী কাবুলে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছে। একটি সরকারি ভবনে চালানো এ হামলায় নিহত অধিকাংশই সরকারি কর্মকর্তা। তবে নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় তিন হামলাকারীও নিহত হয় বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে গণপূর্ত মন্ত্রণালয়ের বাইরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়। এরপরই বন্দুকধারীরা হামলা শুরু করে। বন্দুকধারীদের হামলায় এ সময় গণপূর্ত বিভাগে কর্মরত লোকজন ভবনের ভেতরে আটকা পড়েন। বন্দুকধারীরা ভবনটির বিভিন্ন ফ্লোরে গিয়ে সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালায়। হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানিয়েছেন, দু’পক্ষের গোলাগুলিতে নিহতদের মধ্যে এক পুলিশ সদস্যসহ তিন হামলাকারীও রয়েছে।
ওই হামলায় আরো ১০ জন আহত হয়েছে।
জয়নিউজ/পলাশ/আরসি