টানা তিন ম্যাচে গোলশূন্য থাকার অবশেষে লা লিগায় গোলখরা কেটেছে এমবাপ্পের। আর তার জোড়া গোলের সুবাদে বেতিসের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ।
ফ্রান্সের জনপ্রিয় ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে এই মৌসুমে পিএসজি থেকে রিয়ালে এসেছেন।
মৌসুমের শুরুতে উয়েফা সুপার কাপে, প্রথম ম্যাচে আতালান্তার বিপক্ষে গোল পেলেও লা লিগায় টানা তিন ম্যাচ খেলেও পাচ্ছিলেন না গোলের দেখা। অবশেষে জোড়া গোল করে সেই খরা কেটেছে।
ফেদরিকো ভালভার্দের দেওয়া পাস থেকে ম্যাচের ৬৭ মিনিটে প্রথম গোল করেন এমবাপ্পে। এর ঠিক ৮ মিনিট পরে পেনাল্টি থেকে করেন দ্বিতীয় গোল।
ভিনিসিয়ুস বল নিয়ে বক্সে ঢুকে পড়লে তাকে ফেলে দেন বেতিস গোলরক্ষক। এতে প্রথমে অফসাইডের জন্য পতাকা তুলেন লাইন্সম্যান। কিন্তু পরে ভিআরের সাহায্য নিলে পেনাল্টি দেন রেফারি।
ভিনি নিজে থেকেই কিকের দায়িত্ব দেন এমবাপ্পেকে। তবে স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি এমবাপ্পে।
লিগ মৌসুমে চার ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়। ৮ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান দুইয়ে। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা।
জেএন/পিআর