বাংলাদেশের আইনে যেকোনো ধরনের জুয়া ও বাজি ধরা নিষিদ্ধ। প্রচার-প্রচারণায়ও নিষেধাজ্ঞা রয়েছে বলেও জানা গেছে।
তবুও বিভিন্ন সময়ে জুয়ার ওয়েবসাইটের শুভেচ্ছাদূত হিসেবে নাম শোনা গেছে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস, মাহিয়া মাহি, পরীমনির মতো নায়িকাদের।
এবার সেই তালিকায় জড়ালেন ঢালিউডের আরেক নায়িকা নুসরাত ফারিয়া। একটি জুয়ার অ্যাপের শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। নাচ–গানে নুসরাত ফারিয়াকে জুয়ার প্রচারণা করতে দেখা যায়।
নতুন কোনো সিনেমায় দেখা যাচ্ছে না এই নায়িকাকে। তারপরও সম্পতি আলোচনায় জুয়ার অ্যাপের শুভেচ্ছাদূত হওয়ার কারণে। সেই অ্যাপের একটি গানেও দেখা গেছে তাকে। গানে গানে জুয়ার প্রচারণা চালিয়েছেন তিনি।
‘সবাই মিলে খেলব, আনন্দ করে ফিরব, সাবধানে খেলে যাব…’ এমন কথার একটি গানের জমকালো পরিবেশনায় অংশ নিয়েছেন নুসরাত ফারিয়া।
গানের শেষাংশে তাকে বলতে দেখা গেছে, ‘প্রতিষ্ঠানটির সঙ্গে পথচলায় আমি ভীষণ রোমাঞ্চিত। ’
শুভেচ্ছাদূত নুসরাত ফারিয়াকে নিয়ে তৈরি সম্প্রতি প্রকাশিত গানটির ইউটিউব ভিউও বেশ।
ভিডিওর বর্ণনায় লেখা হয়েছে, ‘শুভেচ্ছাদূত নুসরাত ফারিয়ার অফিশিয়াল গানের ভিডিও। বাংলাদেশের নিরাপদ প্ল্যাটফর্ম…। ’
এদিকে জুয়ার অ্যাপের শুভেচ্ছাদূত হওয়া এবং সদ্য প্রকাশিত গানটি সম্পর্কে নুসরাত ফারিয়ার সঙ্গে গণমাধ্যম থেকে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।
জেএন/পিআর