চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সদস্য পদ থেকে চট্টগ্রামের স্থপতি, কাউন্সিলরসহ ৯ জন ব্যক্তিকে অব্যাহতি প্রদান করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
গত ২৯ আগস্ট বিকেলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৬ এর যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সিডিএ’র সদস্যপদ থেকে অব্যাহতি পাওয়া ৯ ব্যক্তিরা হলেন-স্থপতি আশিক ইমরান, কাউন্সিলর মো. আশরাফুল আলম, কাউন্সিলর জিয়াউল হক সুমন, মুহাম্মদ আলী শাহ, মোহাম্মদ ফারুক, প্রকৌশলী মুনির উদ্দিন আহমদ, মো. জসিম উদ্দিন শাহ, জিনাত সোহানা চৌধুরী ও দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ।
প্রজ্ঞাপনে জানানো হয়, চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ আইন ২০১৮ এর ধারা ৫ এর উপধারা (২) এর বিধান মতে ৯ (নয়) জন ব্যক্তিকে সিডিএর সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জেএন/পিআর