চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় কাটার অপরাধে মীর ব্রিকস ইন্ড্রাস্টিজ নামক একটি ইটভাটা প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মজনু খন্দকারকে হাতেনাতে গ্রেফতার করে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে জঙ্গল লতিফপুর এলাকার মিরপুর আবাসিক এলাকায় পাহাড় কেটে রাস্তা ও গার্ডওয়াল নির্মাণের দায়ে সালমা খানম নামে এক নারীকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এসব অভিযানের নের্তৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।
তিনি জানান, জেল জরিমানার পাশাপাশি ওই এলাকায় পাহাড় কাটা রোধে জনসচেতনতা তৈরির লক্ষে মাইকিং করা হয় ও সাইনবোর্ড স্থাপন করা হয়।
পাহাড় কাটার ব্যাপকতা বিবেচনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মিরপুর আবাসিক এলাকার সভাপতি ও সেক্রেটারির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর কর্তৃক ওই ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, সদর দপ্তরের সহকারী পরিচালক সাইফুল আশ্রাব উপস্থিত ছিলেন।
জেএন/পিআর