আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে ড. ইউনূস

অনলাইন ডেস্ক

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত জুলাই ও আগস্ট মাসে আন্দোলনের সময় সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

- Advertisement -

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন তিনি।

- Advertisement -google news follower

জানা গেছে, আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয় ও কলেজের আট শিক্ষার্থীসহ আহত অন্তত ১১ জনকে হাসপাতালটিতে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতাল পরিদর্শনের সময় পরিচালক কাজী দ্বীন মোহাম্মদ প্রধান উপদেষ্টাকে জানান, আন্দোলনে আহত চার শিক্ষার্থী হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এখনও চিকিৎসাধীন। চারজনই মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। তাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলেও জানান তিনি।

- Advertisement -islamibank

এ সময় ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক বদরুল আলমসহ হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM