ব্যাংক থেকে টাকা তোলার সীমা উঠছে আজ

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ব্যাংক দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পরিপ্রেক্ষিতে ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলনের সীমা তুলে দিচ্ছে।

- Advertisement -

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক শনিবার জানান, “রোববার থেকে গ্রাহকরা যেকোনো পরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন।”

- Advertisement -google news follower

তিনি আরও বলেন, “নগদ অর্থ উত্তোলনের ওপর কোনো বিধিনিষেধ থাকবে না।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক এই নিষেধাজ্ঞা এক মাস আগে আরোপ করেছিল। জুলাই মাসে গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনার পদত্যাগের পর আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করতে সক্ষম হচ্ছিল না।

- Advertisement -islamibank

এরপর কেন্দ্রীয় ব্যাংক ৭ আগস্ট ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়, গ্রাহকদের দৈনিক নগদ উত্তোলনের পরিমাণ সীমিত রাখতে। এরপর থেকে ধীরে ধীরে উত্তোলনের পরিমাণ বাড়ানো হয়।

গত সপ্তাহে গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট থেকে প্রতি দিনে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা তুলতে পারতেন, যা আগের সপ্তাহে ছিল চার লাখ টাকা।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM