কাভার্ডভ্যান চাপায় বিএফআইডিসি কর্মচারীর মৃত্যু

দেশজুড়ে ডেস্ক :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি এলাকায় কাভার্ড ভ্যান চাপায় বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) এলপিসি শাখার কর্মচারী মো. আল-আমিন (৩৫) নিহত হয়েছেন।

- Advertisement -

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোর ৫ টায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি কাপ্তাই উপজেলার ৪নম্বর কাপ্তাই ইউনিয়ন এর ৬নং ওয়ার্ডের তালপট্টি এলাকার বাসিন্দা।

- Advertisement -google news follower

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কাপ্তাই বিএফআইডিসির ট্রাক নিয়ে মালামালসহ তিনি এবং আরো দুই কর্মী ঢাকায় ডেলিভারি দিতে গিয়েছিল।

মালামাল পৌঁছে দেওয়ার পর গতকাল সোমবার রাতে তারা ঢাকা থেকে কাপ্তাইয়ের উদ্দেশ্যে ট্রাক নিয়ে রওনা করে।

- Advertisement -islamibank

এদিকে মঙ্গলবার ভোর ৫টায় বিএফআইডিসি ট্রাকটি কুমিল্লার দাউদকান্দি এলাকায় আসার পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

ওইসময় কর্মচারী আল-আমিন ট্রাকের মেরামতের কাজ শুরু করে। হঠাৎ পিছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান আল-আমিনকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

আল আমিনের একমাত্র ৭ বছরের ছেলে মো.হাসান জানান, বাবা আমার জন্য খেলনা ও বন্দুক নিয়ে আসবে। আমায় বলেছে। কিন্ত প্রাণ নিয়ে আর আসা হল না।

কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার ব্যবস্থাপক তীর্থ জিৎ রায় বলেন, ইতিমধ্যে নিহত কর্মচারী আল-আমিনের লাশটি আনার জন্য ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এই ঘটনায় প্রতিষ্ঠান থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM