চট্টগ্রামে গত একদিনে আরও দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সেপ্টেম্বরে মোট চারজনের প্রাণ কাড়ল এইডিস মশাবাহিত রোগটি।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সিভিল সার্জন কার্যালয়ে দেওয়া তথ্যানুযায়ী মারা যাওয়া দুজনই নারী। তারা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
একজনের নাম শাকিলা আক্তার (২৬) ও অন্যজন শান্তা সর্দার (২০)। এদের মধ্যে শাকিলা গত ৯ সেপ্টেম্বর এবং শান্তা ৭ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছে ৯ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত মশাবাহিত এ রোগ নিয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২ জন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭১৪ জন।
এদিকে চট্টগ্রাম জেলার নবনিযুক্ত সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম সকলকে ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন।
জেএন/পিআর