বিসিবি থেকে পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন

খেলাধুলা ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ ছাড়লেন সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন।

- Advertisement -

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বোর্ডের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে ঠিক কী কারণে বোর্ডের এই পরিচালক পদত্যাগ করেছেন, তা এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।

- Advertisement -google news follower

নাজমুল হাসান পাপনের বোর্ডে নানা সময় নানা দায়িত্বে দেখা গেছে সুজনকে।

সর্বশেষ তিনি গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে ক্রিকেট অপারেশন্স কমিটির সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন।

- Advertisement -islamibank

পরিচালক থাকাকালীন জাতীয় দলেও বড় কিছু দায়িত্ব সামলেছেন তিনি। টিম ডিরেক্টর, অন্তর্বর্তীকালিন কোচ, টিম ম্যানেজারের ভূমিকায় দেখা গেছে তাকে।

এছাড়া ঘরোয়া ক্রিকেটে আবাহনীর প্রধান কোচ ও বিপিএলেও কোচিং করিয়েছেন করেছেন তিনি।

গত ৫ আগস্ট সরকার পতনের পর বিসিবিতে এসেছে অনেক পরিবর্তন। সভাপতির পদ ছেড়েছেন নাজমুল হসান পাপন।

এছাড়া বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম ববি, শফিউল আলম চৌধুরী নাদেল ও নাইমুর রহমান দুর্জয়রা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM