বগুড়ার শেরপুর উপজেলার ছনকা এলাকায় মজুমদার রাইচ ব্রান ওয়েল কোম্পানির তেলের ট্যাঙ্কি বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
শেরপুর থানার ওসি রেজাউল হাসান রেজা জানান, দুপুর ৩টায় টেকনিশিয়ানরা তেল মজুদ রাখার ট্যাঙ্কি উপরে উঠে কাজ করছিলেন। হঠাৎ ট্যাঙ্কির মুখে বিস্ফোরণ হলে চারজনই নিচে পড়ে যান।
এ সময় তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চারজনকেই মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তাঁদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।
নিহত শ্রমিকরা হলেন, ইমরান (৩২), সাঈদ (৩৮), রুবেল (৩১) ও মনির (২৮)। তাঁরা সবাই নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার অফিসার কলোনির বাসিন্দা।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শেষে বিস্ফোরণের কারণ জানা যাবে বলে জানায়।
জেএন/পিআর