লিবিয়া থেকে ফিরলেন দেড়শ বাংলাদেশি

প্রবাসী ডেস্ক :

লিবিয়া থেকে ১৫০ বাংলাদেশি দেশে ফিরেছেন। দেশটির গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন তাঁরা।

- Advertisement -

শুক্রবার সকাল সোয়া ৯টায় বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটে করে তাঁরা বাংলাদেশে প্রত্যাবাসন করেছেন।

- Advertisement -google news follower

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রচেষ্টায় তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাঁদের অভ্যর্থনা জানান।

- Advertisement -islamibank

প্রত্যাবাসনকৃত প্রত্যেকের জন্য ছয় হাজার টাকা, কিছু খাদ্যসামগ্রী ও মেডিকেল চিকিৎসা এবং প্রয়োজন অনুসারে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM