ভারতের উত্তরপ্রদেশের মিরাটে ভারি বৃষ্টিপাতের মধ্যে একটি বহুতল ভবন ধসে পড়েছে। এতে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন।
ভবনের ধ্বংসাবশেষের নিচে এখনও তিনজন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার মিরাটের জাকির কলোনিতে তিনতলা ভবনটি ধসে পড়ে। রোববারও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেট দীপক মীনা জানান, ধ্বংসাবশেষের নিচে তিনজন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।
এর আগে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মীনা বলেছিলেন, প্রাথমিকভাবে ১৪ জন আটকা পড়েছিলেন, যার মধ্যে আটজনকে আগে উদ্ধার করা হয়েছিলো। বাকিরা এখনও আটকা পড়ে আছেন।
এনডিআরএফ এবং এসডিআরএফ দল সেখানে রয়েছে। উদ্ধার হওয়া আটজনের মধ্যে তিনজন প্রাণ হারিয়েছেন।
মর্মান্তিক এ ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কর্মকর্তাদের ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ কাজ ত্বরান্বিত করার পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন।
মীরাট বিভাগের কমিশনার সেলভা কুমারী জে, সিনিয়র পুলিশ সুপার ভিপিন টাডা এবং সিটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ আয়ুশ বিক্রম সিং ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।
এর আগে গেলো ৭ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের ট্রান্সপোর্ট নগর এলাকায় একটি তিনতলা ভবন ধসে আটজন নিহত এবং ২৮ জন আহত হয়।
জেএন/পিআর