টেকনাফে সাড়ে ১০ কেজি স্বর্ণসহ ২ রোহিঙ্গা আটক

দেশজুড়ে ডেস্ক :

কক্সবাজারের টেকনাফে সাড়ে ১০ কেজি স্বর্ণসহ মিয়ানমারের দুই পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য এগারো কোটি বায়ান্ন লাখ টাকা।

- Advertisement -

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ নামক এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেফতাররা হলেন— মায়ানমার মংডু-সোদাপাড়া এলাকার মৃত ইউনুছের ছেলে মো. হাফিজুর রহমান (২৮), একই এলাকার-মৃত সুলতানের ছেলে মো. আনোয়ার (৩০)।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ।

- Advertisement -islamibank

তিনি জানান, মিয়ানমারের দুইজন নাগরিক এসব স্বর্ণ পাচারের উদ্দেশ্যে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকায় অবস্থান করছিলেন।

বিজিবি গোয়েন্দার মাধ্যমে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ১০ কেজি ৫০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

এসময় মিয়ানমারের মুদ্রা ২,২৯,৫০০ কিয়াত এবং ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এগারো কোটি বায়ান্ন লাখ টাকা।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM