ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের একটি কয়লাখনির গভীরে আটকে পড়া শ্রমিকদের এখনো উদ্ধার করা যায়নি। উদ্ধারকর্মীরা সাধ্যমত চেষ্টা করেও এখনো সফলতার মুখ দেখেনি। তাই দু’সপ্তাহ ধরে আটকে পড়া শ্রমিকদের জীবিত থাকার আশা খুবই ক্ষীণ।
খনিসংলগ্ন লিটিয়েন নদী এবং অপর একটি খনি থেকে সেখানে প্রতিনিয়ত পানি ঢুকতে থাকায় তাদের বেঁচে থাকার আশা ক্রমশ কমে আসছে। অবৈধভাবে খনিটিতে কাজ করতে যাওয়া শ্রমিকদের নিরাপদে উদ্ধার করতে এখন অলৌকিক কিছুর প্রত্যাশা করছে মেঘালয়ের রাজ্য সরকার।
মেঘালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কিরমেন শিলা বলেন, শুধু ঈশ্বরের অনুগ্রহ এবং কিছু অলৌকিক ব্যাপার তাদের জীবিত বের হতে সাহায্য করতে পারে।
১৩ ডিসেম্বর পূর্ব জয়ন্তিয়ার জঙ্গলের ভেতর অবৈধ খনি থেকে কয়লা তুলতে নেমেছিল ১৫ জন শ্রমিক। এরপরই খনিতে পানি ঢুকতে শুরু করে। এতে সেখানে আটকে পড়ে তারা।