ডেঙ্গু: চট্টগ্রামে ১৭ দিনে ৫ নারীসহ সাত জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। দিন দিন ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে আতঙ্ক।

- Advertisement -

চলতি মাসের গেল ১৭ দিনেই ৫ নারীসহ ৭ জনের মৃ’ত্যু এবং সেপ্টেম্বর মাসেই এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৩১১ জন বলে খবর নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন।

- Advertisement -google news follower

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সর্বশেষ গত সোমবার ডেঙ্গু আক্রান্ত হয়ে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়। ওই মহিলার নাম উম্মে হানি আকতার (২২)। ওই নারী ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন।

তিনি পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারার বাসিন্দা। স্বামীর সঙ্গে নগরের লাভ লেইন এলাকায় বসবাস করতেন।

- Advertisement -islamibank

গত ১১ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার মারা যান। মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়- ‘এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম’।

অন্যদিকে গত সোমবার একদিনে চট্টগ্রামে ২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৯ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ৪ জন সম্মিলিত সামরিক হাসপাতাল, ৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১২ জন চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও ১৫ জন নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চলতি বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মারা গেছেন মোট ১২ জন। এদের মধ্যে ২ জন পুরুষ, ৮ জন নারী এবং ২ শিশু রয়েছে। আর চলতি বছরে চট্টগ্রামে মোট ৯০৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বর্ষা শেষ হলেও ডেঙ্গু সংক্রমণ কমছে না। প্রতিদিনই আক্রান্ত করে যাচ্ছে। তাই সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।’

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM