সীতাকুণ্ডকে বেকারত্ব ও সন্ত্রাসমুক্ত করার প্রতিশ্রুতি ইসলামিক ফ্রন্ট প্রার্থীর

সীতাকুণ্ড একটি শিল্পসমৃদ্ধ এলাকা। অথচ এ উপজেলায় হাজার হাজার বেকার রয়েছে। সীতাকুণ্ডে শিল্প-প্রতিষ্ঠান গড়ে উঠলেও স্থানীয় বেকার যুবকদের কোনো কর্মসংস্থান হচ্ছে না। তাই সীতাকুণ্ডকে বেকারত্ব দূর, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে চেয়ার মার্কায় ভোট দিতে হবে।

- Advertisement -

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে সীতাকুণ্ডের ছলিমপুর ও নগরীর কর্নেলহাট এলাকায় গণসংযোগকালে চট্টগ্রাম-৪ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মাওলানা মোজাম্মেল হোসেন এসব কথা বলেন।

- Advertisement -google news follower

তিনি বলেন, অতীতে নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হননি। আত্ম ও দলকেন্দ্রিক অশুভ প্রভাব থাকায় এমনটি হয়ে আসছে। কিন্তু আমরা চাই, প্রতিশ্রুতিশীল জনপ্রতিনিধি। আমরা জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার নিয়ে নির্বাচন করছি।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা নিজাম উদ্দিন, মো. মহিউদ্দিন তাহেরী, মাওলানা আব্দুল হামিদ কালোবি, মাওলানা জিয়াউল হক বিপ্লব প্রমুখ।

জয়নিউজ/সেকান্দর/পলাশ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM