পাহাড়তলী বাজারে অভিযান, ৪শ কেজি পলিথিন জব্দ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজারে বিশেষ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে ৪শ কেজি বিক্রয় নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

- Advertisement -

পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকীর নের্তৃত্বে অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়।

- Advertisement -google news follower

তাছাড়া ভ্রাম্যমান আদালত চলাকালে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রুম্পা দাশ দুটি অভিযোগ দায়ের করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত জানান, অভিযোগের সত্যতা থাকায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে মো. শাহাদত হোসেনকে ৫ হাজার টাকা ও আব্দুল কাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

- Advertisement -islamibank

একইসাথে, দুটি দোকান থেকে প্রায় ৪শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে বিধি মোতাবেক নিষ্পত্তির জন্য পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM