চট্টগ্রাম নগরীর চাক্তাই বাজার এলাকায় বিশেষ তদারকিমূলক অভিযান পরিচালনা করে মেসার্স সালাম স্টোর নামক একটি প্রতিষ্ঠানকে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
কেমিক্যাল দ্রব্য ব্যবহার করে নষ্ট-পচা সুপারি পরিস্কার করে বাজারজাত করার অপরাধে এ অর্থদণ্ড দেন অধিদপ্তরের চট্টগ্রাম সহকারী পরিচালক নাসরিন আক্তার।
বুধবার (২৫ সেপ্টেম্বর) পরিচালিত একই অভিযানে অপরিচ্ছন্নতা, পণ্যের মূল্য-মেয়াদ না লেখার অভিযোগে মিস্টিফুল নামে একটি বেকারির দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়।
অভিযানের নের্তৃত্ব দেওয়া নাসরিন আক্তার জানান, জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্দ্যেগে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানে অদিদপ্তরের চট্টগ্রাম সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও রানা দেব নাথ ছাড়াও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম অংশ নেন।
জেএন/পিআর