সংস্কারের জন্য শর্তে ঋণ দিতে রাজি বিশ্বব্যাংক

অনলাইন ডেস্ক

বাংলাদেশের আর্থিক খাত সংস্কারের জন্য শর্ত সাপেক্ষে সব ধরনের সহায়তা করবে বিশ্ব ব্যাংক এবং ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)।

- Advertisement -

রবিবার (২৯ সেপ্টেম্বর) দুটি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, এ অর্থ পাওয়া গেলে ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের কাজে ব্যয় করা হবে। যদিও ঋণ সহায়তার অঙ্ক জানাতে চাননি তিনি।

জানা গেছে, ঋণের অঙ্কের বিষয়টি আগামী অক্টোবরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বব্যাংকের বৈঠকে চূড়ান্ত হবে।

- Advertisement -islamibank

অবশ্য এর আগে চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংক ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তার ঘোষণা দিয়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM