বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো রাজমিস্ত্রির

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত রাজমিস্ত্রি মো. হোছেন (২৩) মারা গেছেন।

- Advertisement -

দুর্ঘটনায় আহত হওয়ার চারদিন পর গতকাল রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

- Advertisement -google news follower

মো. হোছেন উপজেলা পৌরসভার উত্তর জলদী ভাদালিয়া ১নং ওয়ার্ডের হাজ্বী আব্দুল কাদের সিকদার বাড়ীর কবির আহমদের ছেলে।

স্বজনরা জানান, মো. হোছেন গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কালীপুর ইউনিয়নের ওইট্টালতল পালপাড়া এলাকার পলাশ সুশীলের ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে কাজ করছিলেন।

- Advertisement -islamibank

এসময় অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয় হোছেন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি দেন।

কর্তব্যরত চিকিৎসক জানান, বিদ্যুৎস্পৃষ্টে তার শরীরের প্রায়ই ৬০ শতাংশ পুড়ে ঝলসে যায়। চারদিন চিকিৎসাধীন থেকে অবশেষে মৃত্যুর কাছে হার মানল রাজমিস্ত্রি মো. হোছেন।

মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। তিনি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যেন, বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM