ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে ৩৬ মাওবাদী নিহত

অনলাইন ডেস্ক

ভারতের ছত্তিশগড় রাজ্যের একটি বনে বন্দুকযুদ্ধে ৩৬ জন মাওবাদী সদস্য নিহত হয়েছেন। শুক্রবার রাজ্যটির নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্তের একটি বনে এ ঘটনা ঘটে। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের অভিযানের সময় বন্দুকযুদ্ধ শুরু হয়।

- Advertisement -

প্রতিবেদনে বলা হয়েছে, মাওবাদীদের জড়ো হওয়ার খবর পেয়ে বৃহস্পতিবার গোভেল নামের একটি গ্রামে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযানে যায়। বৃহস্পতিবার দুপুরে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) মাওবাদী বিরোধী অভিযান শুরু করে সেখানে। নেন্দুর-থুলথুলিতে গোলাগুলি শুরু হয়। এতে মাওবাদী সদস্যরা নিহত হয়।

- Advertisement -google news follower

অন্য মাওবাদী সদস্যরা জঙ্গলের ভেতর ঢুকে পড়ে। তাদের বিরুদ্ধেও অভিযান চলছে। অভিযানে বেশ কয়েকটি রাইফেল উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM