হাটহাজারী পৌরসভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে “নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভূমিকা” শীর্ষক সম্প্রতি এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আবদুল্লাহ আল মাসুম সমাজে নারীদের ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরে সকলকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া ও পরিবারের অন্যান্য সদস্যদের ভোট প্রদানে অনুপ্রাণিত করতে অনুরোধ জানান।
প্রধান আলোচক মো. রাশেদুল ইসলাম রাসেল বলেন, নারীদের জয়েই বাংলার জয়, কেননা নারীরা সন্তান প্রসব থেকে শুরু করে তাদের লালন পালন শিক্ষা সবই দিয়ে থাকেন। প্রজন্মের মূল ভিত্তিই নারী, কাজেই আগামী নির্বাচনে তাদের পরিবারের সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য অনুপ্রাণিত করতে হবে।
কাউন্সিলর সুকুমার দের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রচার সম্পাদক রাশেদুল আলম জিসান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নাছির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক শামছুল আলম, সুমন, রাশেদ, শাহেদ, চট্টগ্রাম উত্তর জেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইলিয়াস, উপজেলা সভাপতি হারুন, উপজেলা ছাত্রলীগের সদস্য সুমন, রানা, আরহাদ, নাফিস, শরীফ, হারুন ও সুমন।
জয়নিউজ/বিশু/জুলফিকার