চট্টগ্রাম বোর্ডে পাসের হার কমে ৭০ দশমিক ৩২ শতাংশ

শিক্ষা ডেস্ক :

এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে গতবছরের তুলনায় পাসের হার কমেছে। এবছর ৭০ দশমিক ৩২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

- Advertisement -

গতবছর অর্থাৎ ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডের পাসের হার ছিলো ৭৪ দশমিক ৪৫ শতাংশ। গতবারের তুলনায় এবারের পাসের হার ৪ দশমিক ১৩ শতাংশ কম।

- Advertisement -google news follower

এবছর ১ লাখ ৬ হাজার ২৯৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও তার মধ্যে পাস করেছেন ৭৪ হাজার ১২৫ জন।

বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ২৬৯ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৪ হাজার ৫১০ জন ও ছাত্রী ৫ হাজার ৭৫৯ জন।

- Advertisement -islamibank

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে এই বোর্ডের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান।

বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ছাত্র পাসের হার ৬৭ দশমিক ৭২ ও ছাত্রী পাসের হার ৭২ দশমিক ৪৯ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফলে এগিয়ে আছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৯১ দশমিক ৩৩ শতাংশ। এছাড়া মানবিকে পাসের হার ৫৭ দশমিক ১১ শতাংশ ও ব্যবসায় শিক্ষা বিভাগের পাসের হার ৭৩ দশমিক ৫২ শতাংশ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM