বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা গুণল ৪ ব্যবসায়ী

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসার নের্তৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

- Advertisement -

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে পরিচালিত এ অভিযানে ৪ ব্যবসায়ীর কাছ থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

- Advertisement -google news follower

ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ এবং ৪০ ধারায় তাদের অর্থদণ্ড দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা জানান, জরিমানা দেয়া ব্যবসায়ীরা ডিমের দাম সরকারের বেঁধে দেয়া দামের চেয়েও বেশি দামে বিক্রি করছিলেন এবং মূল্য তালিকায় পেঁয়াজের দাম একশ টাকা লিখলেও ১১০ থেকে ১১৫ টাকা কেজি দরে বিক্রি করছিলেন।

- Advertisement -islamibank

তাই প্রাথমিকভাবে সতর্ক করে দিয়ে ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM