বাঁশখালীতে ছুরিকাঘাতে যুবক খুন,গ্রেফতার ১

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালীতে ভিসার টাকা ফেরত চাওয়ায় মঞ্জুর আলম প্রকাশ বাবুল (৪২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

- Advertisement -

আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ছনুয়া ইউনিয়নের ছেলবনের ছালেহ আহমদ শিকদারপাড়া সাইক্লোন সেন্টার এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে।

- Advertisement -google news follower

নিহত মঞ্জুরুল আলম মনজুর আলম ছনুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সোলতান সিকদার পাড়ার মধুখালী গ্রামের মৃত দলিলুর রহমানের ছেলে।

এ ঘটনায় সোহেল রানা (২৬) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। সোহেল রানা ছনুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছেলবন গ্রামের মাস্টার মোহামদ আলমের ছেলে।

- Advertisement -islamibank

জানা যায়, ছনুয়া ইউনিয়নের ছেলবন এলাকার মাস্টার মোহাম্মদ আলমের মেয়ের জামাই মন্জুর আলমের ওমানের ভিসা নিতে ২ লাখ ৬০ হাজার টাকা লেনদেন হয়।

ভিসানুযায়ী চাকরি না পেয়ে কিছুদিন পরে বিদেশ থেকে ফিরে আসে মঞ্জুর আলম। বিদেশ থেকে বাঁশখালী এসে ইউনিয়ন পরিষদে সালিশের বৈঠক ডাকেন।

শালিশের সেই বৈঠকে মঞ্জুরুল আলমের পক্ষে রায় আসে। এ ঘটনার পর থেকেই মঞ্জুরুল আলমের সাথে মাস্টার মো. আলমের পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

আজ শুক্রবার সকালে মঞ্জুরকে টাকা দেয়ার কথা বলে শিকদার পাড়া সাইক্লোন সেন্টার এলাকায় ডেকে নেয় সোহেল রানা। এ সময় তাদের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতি হয়।

হাতাহাতির একপর্যায়ে সোহেল রানাসহ অন্য লোকজন মঞ্জুরকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে মঞ্জুর আলমের মৃত্যু হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ছনুয়ায় মঞ্জুর আলম খুনের ঘটনায় জড়িত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM