সাবেক কাউন্সিলর লিটনের গোডাউন থেকে ফের ব্যান্ডরোল উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আবদুস সবুর লিটনের বাসায় গতকাল অভিযানের ১২ ঘন্টা পর চট্টগ্রাম নগরীর হালিশহরে গোডাউনে অভিযান চালাচ্ছে চট্টগ্রাম কাস্টমস ভ্যাট গোয়েন্দাদের একটি দল।

- Advertisement -

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ২ টার দিকে অভিযান শুরু করে হালিশহর এলাকার রামপুর ওয়ার্ডের নয়া বাজার, ধোয়াপাড়া, আমতলসহ একাধিক গোডাউনে এ অভিযান চালানো হয়। এ সময় তারা বিপুল পরিমাণ অবৈধ ব্যান্ডরোল উদ্ধার করেছেন বলে সূত্র জানায়।

- Advertisement -google news follower

অভিযানের সত্যতা নিশ্চিত করে সিএমপি হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, চট্টগ্রাম কাস্টমস ভ্যাট গোয়েন্দাদের একটি দল অভিযান চালাচ্ছে। সাথে ব্যাকআপ টিম হিসেবে হালিশহর থানার এসআই মোহাম্মদ কহিনুরের নেতৃত্ব এক দল পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

জানা গেছে, পুলিশকে সাথে নিয়ে কাস্টমসের দলটি একাধিক গোডাউনে তল্লাশি চালাচ্ছেন। গোডাউন বানিয়ে সেখানে রাখা বিপুল পরিমাণ সিগারেটের ব্যান্ড রোলগুলো জব্দ করছে কাস্টমসের ভ্যাট কমিশন টিম। এসব মালামাল নিতে ট্রাকও নিয়ে যাওয়া হয়েছে।

- Advertisement -islamibank

ঘটনাস্থল হতে হালিশহর থানার এসআই কহিনুর বলেন, ঘটনাস্থলে কাস্টমস কমিশনের অতিরিক্ত কমিশনার স্যার আছেন। আমরা জাস্ট সহায়ক হিসেবে আছি। ভেতরে সিগারেটের ব্যান্ড রোলসহ নানা মালামাল জব্দ হচ্ছে। এখনো অভিযান শেষ হয়নি।

এ প্রসঙ্গে কাস্টস ভ্যাট কমিশনের অতিরিক্ত কমিশনার তাফসির উদ্দিন ভূঁইয়া জানান, ‘অভিযানে আছি। তবে জব্দকৃত মালামাল ল্যাব টেস্টে পাঠানোর পর জানা যাবে এসব সিগারেটের ব্যান্ড রোলগুলো আসল কি নকল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেহেতু অবৈধ গোডাউনে রাখা হয়েছে, সেহেতু এগুলো নকল। যাচাই-বাছাই শেষে মামলা করা হবে এর সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে।’

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়ও হালিশহরের রংগিপাড়া এলাকায় অভিযান চালান চট্টগ্রাম কাস্টমস ভ্যাট গোয়েন্দাদের একটি দল। ৩ ঘণ্টা অভিযানে ব্যান্ডরোল, সিগারেট পেপার ও টিপিন পেপার জব্দ করেছিলেন কাস্টমস কর্তৃপক্ষ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM