চবি শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষে আহত ৫

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

- Advertisement -

আজ সোমবার (২১ অক্টোবর) সকালে চবি’র রেলস্টেশন সংলগ্ন একটি দোকান দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

- Advertisement -google news follower

এতে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে তিনজন চবি মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ক্যাম্পাস পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে বলে জানা গেছে।

চবির কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে জানান, সোমবার (২১ অক্টোবর) ভোররাত ৪টার দিকে হাটহাজারী উপজেলার যুবলীগ নেতা মোহাম্মদ হানাফের নেতৃত্বে আপ্যায়ন ঘর নামে একটি দোকান দখল করতে গেলে শিক্ষার্থীরা বাঁধা দেয়।

- Advertisement -islamibank

পরে তাদের ওপর হামলা করে এবং ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপ করেন হানাফের কর্মীরা।

এখবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা সকালে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে জড়ো হন এবং মিছিল নিয়ে আগাতে থাকলে আবারও শিক্ষার্থীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে তারা। এ সময়ে অন্তত ৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, স্থানীয় দুই ব্যবসায়ীর দ্বন্দ্বে তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ করেন। এ সময়ে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে তারা হল থেকে বের হয়ে রেল ক্রসিংয়ের দিকে গেলে আবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সহযোগিতা তেমন পাইনি।

এদিকে চবি মেডিকেল কর্মকর্তারা জানিয়েছেন হামলার ঘটনায় আহত তিনজন তাদের কাছ থেকে চিকিৎসা করেছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM