ওরা তিনজন। এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ তাঁরা সপ্তমবারের মতো ভোট দিবেন। এজন্য ঘুম থেকে উঠেছেন কাকডাকা ভোরে। সাতসকালেই তাঁরা হাজির হন কেন্দ্রে। নগরের ফকিরহাটে খান বাহাদুর আবদুল হক দোভাষ উচ্চ বিদ্যালয়ে দেখা গেছে এমন চিত্র।
ভোট দিতে সাতসকালেই লাইনে দাঁড়িয়েছেন মো. সিরাজ। ১৯৬২ সালে জন্ম নেওয়া এ ব্যক্তি সপ্তমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে হাজির হয়েছেন।
সিরাজ জয়নিউজকে বলেন, ভোট হলো উৎসব। এই উৎসবের আনন্দ নিতেই সাতসকালে এসেছি।
সপ্তমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিবেন প্রবীণ ব্যক্তি এলহাস আবদুস সামাদও। তিনি জয়নিউজকে বলেন, সবার আগে আমি ভোট দিতে চাই। তাই চলে এসেছি। আমার আগে যদি কেউ লাইনে দাঁড়ায় তাকে অনুরোধ করে হলেও প্রথম ভোটটা আমি দিতে চাই।
আরেক প্রবীণ ব্যক্তি মো. নূর আমিন (৭৪)। জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে তিনিও রয়েছেন লাকি সেভেনে।
নূর আমিন জয়নিউজকে বলেন, সর্বাগ্রে ভোট দিতে ফজরের নামাজের পর আর ঘুম যাইনি। নামাজের একটু পর সোজা চলে এলাম ভোট দিতে।