ঘূর্ণিঝড় ‘ডানা’: পশ্চিমবঙ্গের ৯ জেলায় বন্ধ স্কুল

প্রতিবেশী ডেস্ক

প্রবল ঘূর্ণিঝড় ডানা’র তাণ্ডবের আশঙ্কায় কোনো রকম ঝুঁকি নেওয়া হচ্ছে না ভারতের পশ্চিমবঙ্গে।

- Advertisement -

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৪ দিন পশ্চিমবঙ্গের ৯টি জেলায় স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

- Advertisement -google news follower

মঙ্গলবার (২২ অক্টোবর) রাজ্যের স্কুল শিক্ষা দফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘স্কুল শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত শিক্ষা সংক্রান্ত কার্যক্রম বন্ধ রাখা যেতে পারে।’

স্কুল বন্ধে রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী।

- Advertisement -islamibank

তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে এই সিদ্ধান্ত একেবারেই বাস্তবসম্মত। সরকারি, বেসরকারি সব স্কুলের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে এই সতর্কতা অবলম্বন করা দরকার।’

ভারতীয় আবহাওয়া অধিদফতরের (আইএমডি) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবারের মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে। যা বৃহস্পতিবার সকালের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

বৃহস্পতিবার রাত এবং শুক্রবার সকালের মধ্যে দিয়ে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে পুরী এবং সাগরদ্বীপের মধ্যে দিয়ে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল পার করবে ‘ডানা’।

ওইসময় ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সূত্র: হিন্দুস্তান টাইমস্

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM