জম্মু ও কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় দুই ভারতীয় সেনা হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কাশ্মীরের বারামুল্লাহতে এ ঘটনা ঘটে। এই হামলায় দুই বন্দর কর্মী নিহত ও আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
বারমুল্লার বুটাপাত্রিতে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সেনাদের গোলাগুলির ঘটনা ঘটেছে বলে ভারতীয় সেনাবাহিনী চিনার কর্পস সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বন্দুকধারীরা সেনাদের একটি গাড়িতে প্রথমে হামলা চালায়। এর কয়েক ঘণ্টা আগেই সেখানে এক শ্রমিককে গুলি করে হত্যার ঘটনা ঘটে।
পরবর্তীতে ওই শ্রমিকের নাম প্রীতম সিং বলে জানা যায়। তিনি উত্তর প্রদেশের বাসিন্দা।
গত ৭২ ঘণ্টার মধ্যে ভারতীয় সেনাদের গাড়ি লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা ঘটেছে। এর তিন দিন আগে কাশ্মীরে ছয় নির্মাণ শ্রমিক ও এক চিকিৎসককে গুলি করে হত্যা করা হয়।
এর মধ্যে দুই হামলাকারী একটি নির্মাণাধীন টানেলের ক্যাম্পে গিয়ে হামলা চালায়। সেখানে শ্রমিকেরা থেকে কাজ করেন।
জম্মু ও কাশ্মীরের নতুন নির্বাচিত মুখ্যমন্ত্রী ওমার আবদুল্লাহ শ্রমিক নিহতের ঘটনার নিন্দা জানিয়ে বলেন, শ্রমিকরা সেখানে গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করছিলেন।
জেএন/পিআর