ট্রেনের শিডিউল বিপর্যয়, যাত্রীদের ভোগান্তি

অনলাইন ডেস্ক

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার পর তা উদ্ধার করা হলেও দেখা দিয়েছে ভয়াবহ শিডিউল বিপর্যয়।

- Advertisement -

২৫ অক্টোবর, শনিবারও ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে রেলস্টশনে আসা যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রতিটি ট্রেন ছাড়ছে অন্তত তিন থেকে সাড়ে তিন ঘণ্টা দেরিতে।

- Advertisement -google news follower

শুধু যাত্রা বিলম্বই নয়, শনিবার (২৬ অক্টোবর) ঢাকা-সিলেট রুটের আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ও ঢাকা-তারাকান্দি রুটে চলাচলকারী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে। স্টেশনে এসেও ট্রেনে উঠতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক যাত্রী। অনেকের অভিযোগ স্টেশনের ব্যবস্থাপনা নিয়েও। এছাড়া নানা সংস্কারের ভিড়ে রেললাইন অবহেলিত থাকায় ক্ষোভ জানান যাত্রীরা।

- Advertisement -islamibank

এদিকে, সূচি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে সাংবাদিকদের জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তারা বলছেন, এখনও ম্যানুয়েল সিগন্যাল দিয়ে চলছে ট্রেন। সিগন্যাল সমস্যা ঠিক করতে কাজ চলছে।

এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির রিপোর্ট সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে কমলাপুর রেলস্টেশন এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM