কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী একটি লোকাল ট্রেন বটতলী রেল স্টেশন আসতে বিলম্ব হওয়ায় স্টেশন কর্মচারীদের অবরুদ্ধ করে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ কিছু যাত্রী। এ সময় রেলওয়ে বুকিং সহকারিসহ ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (২৬ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার মনিরুজ্জামান।
তিনি বলেন, কক্সবাজারের লোকাল ট্রেনটি চট্টগ্রাম পৌঁছাতে দেরি হওয়া এবং ট্রেনের কিছু যাত্রী তূর্ণা নিশিতায় টিকেট কাটা ছিলো। তারা ব্রাহ্মণবাড়িয়ার যাত্রী বলে জানা গেছে। অনাকাঙ্ক্ষিত কারণে ট্রেন মিস করায় তারা ক্ষুদ্ধ হয়ে ভাঙচুর চালায়। একপর্যায়ে তারা ট্রেনের টিকেট চেকার, ঘোষক ও স্টেশনের বুকিং সহকারী গিয়াস উদ্দিনকে লাঞ্চিত করে। এতে ৫ জন আহত হয় বলে জানান তিনি।
তবে রেলওয়ে পুলিশ ও আরএনবিকে খবর দেওয়া হলেও কোন ব্যবস্থা নেয়নি বলে জানান তিনি। স্টেশন ম্যানেজার বলেন, ৫ আগস্টের পর থেকে রেলওয়ে পুলিশ বাহিনীর কোন প্রকার নিরাপত্তা ব্যবস্থা তেমন দেখা যাচ্ছে না।
যদিও চট্টগ্রাম রেলওয়েতে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহীদুল ইসলাম বিষয়টি কৌশলে অস্বীকার করেন।
জেএন/এমআর