চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের রাউজান উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া এক কলেজছাত্র নিহত হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে রাউজান সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে ঘটে এ দুর্ঘটনা।

- Advertisement -google news follower

নিহত শিক্ষার্থীর নাম মো. সাব্বির উদ্দিন (১৭)। সে উপজেলার মোহাম্মদপুর গ্রামের এলাকার তাজ মোহাম্মদ চৌধুরী বাড়ির মো. নাজিম উদ্দিনের ছেলে এবং ওই কলেজেরই দ্বাদশ শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।

এদিকে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে ওই সড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করে ছাত্ররা।

- Advertisement -islamibank

তারা দুপুর ২ টা ২০ মিনিট পর্যন্ত সড়কে চলাচলকারী বাসগুলো আটকে রাখে। তবে অন্যান্য পরিবহণগুলোকে স্বাভাবিকভাবে চলাচল করতে দেয়।

সুমন চক্রবর্তী নামে ওই কলেজের এক কর্মচারী বলেন, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় সাব্বিরকে উদ্ধার করে প্রথমে গহিরা জে.কে মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে হাসপাতালটির চিকিৎসক।

এ বিষয়ে রাউজান হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সিরাজুল ইসলাম বলেন, বাসটি আটক হলেও চালক পালিয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM