চট্টগ্রামে ২৪ ঘন্টায় দুজনের প্রাণ কেড়ে নিয়েছে মশাবাহি রোগ ডেঙ্গু। এক নারীসহ দুই মৃত্যুতে চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাড়াল ২৩ জনে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দুইজনেই গত ২৭ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে সিভিল সার্জন কার্যালয়ের তালিকায় নাম উঠে একদিন পর।
মারা যাওয়া দুইজনই চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা ছিলেন। এদের মধ্যে মনির হোসেন নামের ওই ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৭ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন। ওইদিনই তিনি ডেঙ্গু পরবর্তী কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যান।
অন্যদিকে একইদিন নগরের পার্কভিউ হাসপাতালে ভর্তি হন শোলকবহর এলাকার বাসিন্দা রেহেনা আক্তার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চিকিৎসকরা জানিয়েছেন রেহেনা আক্তার ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে নানান শারীরিক জটিলতায় মারা গেছেন
সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় আরো ৫৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৩৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। বাকি ১৬ জন বিভিন্ন বেসরকারি হাসপাতালের।
চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মোট ২৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চলতি অক্টোবর মাসেই মারা গেছে ৭ জন। মৃতদের মধ্যে ৭ জন পুরুষ, ১৩ জন নারী এবং ৩ শিশু।
চলতি বছর এ পর্যন্ত মোট ২ হাজার ৮৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অক্টোবরের ২৯ তারিখ পর্যন্ত ১ হাজার ৩৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
জেএন/পিআর