চমেক উপাধ্যক্ষ ডা. হাফিজুল ওএসডি, ভারপ্রাপ্তের দায়িত্বে আব্দুর রব

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক)র উপাধ্যক্ষ ডা. মো. হাফিজুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

- Advertisement -google news follower

এতে বলা হয়, চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (সার্জারি) ডা. মো. আব্দুর রবকে নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আগামী ৭ নভেম্বরের মধ্যে বদলিকৃত নতুন কর্মস্থলে যোগদান করতে নির্দেশনা দেওয়া হয়েছে। নতুবা ১০ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হবেন।

- Advertisement -islamibank

এদিকে একই প্রজ্ঞাপনে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।

এছাড়াও আরও পাঁচ মেডিকেলে উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া আরও একজন অধ্যক্ষ ও দুই উপাধ্যক্ষকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।

চমেক ছাড়াও উপাধ্যক্ষ হলেন যারা–ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ।

কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন মেডিকেলটির সহযোগী অধ্যাপক (জেনারেল ইএনটি, অটোলজি রাইনোলজি, হেডনেক সার্জারি) ডা. মো. জাহাংগীর আলম মজুমদার।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ নিয়োগ পেয়েছেন টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রির অধ্যাপক ডা. হুমায়রা বিনতে আসাদ।

একই মেডিকেলের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শরীফুল ইসলাম ভুঞা নিয়োগ পেয়েছেন মুগদা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে।

চমেক উপাধ্যক্ষ ছাড়াও ওএসডি হলেন যারা–

একই প্রজ্ঞাপনে সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শিশির রঞ্জন চক্রবর্তী, মুগদা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. এহসানুল হক খানকেও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM