প্রচুর গালি শিখেছেন নায়িকা পরীমনি

বিনোদন ডেস্ক :

ঢালিউড নায়িকা পরীমনি সারা বছরই ব্যক্তিজীবনের নানাদিক নিয়ে আলোচনায় থাকেন। প্রেম, বিয়ে, ডিভোর্সের কারণে অনেকবারই উঠে এসেছেন খবরের শিরোনামে।

- Advertisement -

একবার এই অভিনেত্রীকে মাদক মামলায় যেতে হয়েছিল জেলেও। এবার জেলজীবনের অভিজ্ঞতা জানালেন তিনি।

- Advertisement -google news follower

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে পরীমনির কাছে জানতে চাওয়া হয় জেলজীবনে কী শিখেছেন? জবাবে নায়িকা বলেন, ‘আমাকে পাঠানো হয়েছে জেলে।

সেখানে গিয়ে কি ভালো কিছু শিখব? দিলো তো সব নেশাখোরদের সঙ্গে থাকতে। (সেখানে) আমি প্রচুর গালিগালাজ শিখেছি। ওরা সারাক্ষণ এ-ই করত।

- Advertisement -islamibank

জেলে থাকার অভিজ্ঞতা বলতে গিয়ে এই পরী আরও বলেন, ‘জেলে গিয়ে দেখেছি প্রতিটি মানুষের আলাদা আলাদা গল্প। এমন অনেকে আছে, যারা ৪০ বারের বেশি জেলে গেছে। পুরো ভিন্ন একটা জগৎ।

কেউ কেউ মুখে ব্লে ড নিয়ে ঘুরছে। প্রচুর গ্রুপিং হয়, বিচিং হয় সেখানে। জেলে সময় কাটানো খুব কঠিন। কোনো অ্যাক্টিভিটি নেই তো সেখানে। কতক্ষণ আর গল্প করা যায়! টাইম পাস করার জন্য অনেকে ইচ্ছা করেই ঝগড়া করত। সেসব স্মৃতি লিখে রেখেছি।’

পরী জানান জেলে কিছু বন্দির সঙ্গে তার ভালো সম্পর্কও তৈরি হয়েছিল। নায়িকা বলেন, ‘অনেকের সঙ্গে ভালো সম্পর্ক সৃষ্টি হয়েছিল। যখন জেল থেকে বেরোলাম, তখন অনেকের মন খারাপ হয়েছে।

বের হওয়ার সময় কান্নাকাটি হয়েছে গলা ধরে। দুজন আবার ভীষণ খুশিও হয়েছে। তাদের মনোভাবটা ছিল, যা গেলে বাঁচি!

বর্তমানে অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েছেন পরী। শিগগিরই হইচইয়ে মুক্তি পাবে তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। এখন সিরিজটির প্রচারে ব্যস্ত আছেন তিনি।

এছাড়া খুব শিগগিরই টালিউডে অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রীকে। সেখানে ‘ফেলুবক্সী’ নামে এক সিনেমায় দেখা যাবে তাকে।

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে অভিনয়ে আসেন পরী। এরপর ‘রক্ত’, ‘স্ফুলিঙ্গ’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’, ‘গুণীন’, ‘প্রীতিলতা’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মা’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM