এক্সপ্রেসওয়েতে ধারালো নাইলনের সুতা ব্যবহার করে ছিনতাই, গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ছিনতাই করতে গিয়ে ৩ যুবক গ্রেপ্তার হয়েছেন পুলিশের হাতে। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

- Advertisement -

শনিবার (২ নভেম্বর) সকালে নগরীর বন্দর থানাধীন কাস্টমস হাউসের পশ্চিমে পতেঙ্গাগামী এক্সপ্রেসওয়ের উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন। গ্রেপ্তার যুবকরা হলেন-আরিফুল ইসলাম ইমন (২১), মো. আরমান (২০) ও মো। রাসেল (২১)।

জানা যায়, বন্দর থানার এসআই মো. রাজ্জাকুল ইসলাম রুবেল সঙ্গীয় ফোর্সসহ বন্দর থানা এলাকায় টহল ডিউটি করাকালে সকালে সংবাদ পান বন্দর থানাধীন কাস্টমস হাউসের পশ্চিমে পতেঙ্গাগামী এক্সপ্রেসওয়ের উপর কতিপয় দুষ্কৃতিকারী দস্যুতা করার প্রস্তুতি নিচ্ছে।

- Advertisement -islamibank

পরে অভিযান চালিয়ে অস্ত্র-শস্ত্রসহ তিনজন দুষ্কৃতিকারীকে আটক করে পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাশিকালে ধৃত আরিফুল ইসলাম ইমনের কাছ থেকে একটি স্টিলের ধারালো ছুরি যা বাটসহ লম্বায় ৯ ইঞ্চি এবং মো. রাসেল থেকে ১টি নম্বরবিহীন কালো রঙের সুজুকি গিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।

এ প্রসঙ্গে বন্দর থানার ওসি কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, ‘এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে তিন জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। যারা ধারলো নাইলনের সুতা ব্যবহার করে ছিনতাই করতেন। এদের মধ্যে ইমনের বিরুদ্ধে চট্টগ্রামের হাটহাজারী থানায় একাধিক মামলা রয়েছে।’

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM