ইসরাইলের মুহুর্মুহু হামলায় প্রতিনিয়ত নিহত হচ্ছে গাজার শিশুরা। জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে গত ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর গাজার জাবালিয়াতে ৫০টির বেশি শিশুর প্রাণ কেড়ে নিয়েছে ইসরাইল। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
এতে বলা হয়, গাজার একটি পোলিও টিকা কেন্দ্রে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরাইল।
ডব্লিউএইচও-এর তথ্যানুসারে, মানবিক কথা বিবেচনা করে এসব টিকা কেন্দ্রগুলোতে হামলা থেকে বিরত থাকার কথা থাকলেও তাতে হামলা চালায় ইসরাইল। তাতে কমপক্ষে চার শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে গাজায় গত একদিনে ইসরাইলি হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩ হাজার ৩০০ জন ছাড়িয়ে গেছে।
গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। গাজার পাশাপাশি লেবাননেও ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরাইল।
এ পর্যন্ত ইসরাইলের বোমার আঘাতে লেবাননে ২ হাজার ৯৬৮ জন মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ হাজার ৩১৯ জন।
গাজায় হামলার পর থেকেই হামাসের সমর্থনে ইসরাইলের সঙ্গে সংঘাতে জড়ায় লেবাননের যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহ।
জেএন/পিআর