ট্রেনে অভিযান: প্রায় ১১ কোটি টাকার এলএসডি উদ্ধার

দেশজুড়ে ডেস্ক :

কুষ্টিয়ার পোড়াদহ রেলস্টেশনে ঢাকা গামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১১ কোটি টাকার এলএসডি মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

- Advertisement -

রোববার (৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান শুরু হয়, যেখানে সিটে রাখা চালের বস্তার ভেতর থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

এই ঘটনায় মাদক পাচারের একটি বড় চালান ধরা পড়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে এবং বিজিবির কার্যক্রমকে স্বাগত জানানো হচ্ছে।

অভিযানের নেতৃত্বে ছিলেন বিজিবি’র ৪৭ ব্যাটালিয়ন কুষ্টিয়ার অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান।

- Advertisement -islamibank

তিনি জানান, তাদের কাছে তথ্য ছিল যে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে ভারতীয় এলএসডির একটি বড় চালান ঢাকায় পাচার করা হচ্ছে।

এই সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা পোড়াদহ রেলস্টেশনে অবস্থান নেন এবং ট্রেনটি পৌঁছানোর পর দ্রুত তল্লাশি শুরু করেন।

দীর্ঘ দুই ঘণ্টার তল্লাশিতে, ট্রেনের একটি কামরায় বিশেষভাবে রাখা ২১ বোতল এলএসডি (প্রতি বোতল ৫০ এমএল) উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এলএসডির আনুমানিক মূল্য ১০ কোটি ৯২ লাখ টাকা বলে বিজিবি নিশ্চিত করেছে। অভিযানে ১৯টি ভারতীয় কম্বলও জব্দ করা হয়, যা মাদক পাচারের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে।

অভিযান চলাকালীন কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বিজিবি জানিয়েছে, তারা এই ধরনের মাদক পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতে আরও অভিযান পরিচালনা করবে।

এ বিষয়ে বিজিবি’র পক্ষ থেকে পোড়াদহ জিআরপি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলি তদন্ত অব্যাহত রেখেছে এবং তারা এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM