ইসলামী মহাসম্মেলন

সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের ঢল

ধর্ম ডেস্ক :

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দাওয়াত ও তাবলীগ, মাদারেসে কওমিয়া এবং দ্বীনের হেফজতের লক্ষ্যে এ মহাসম্মেলন করছেন ওলামা-মাশায়েখরা।

- Advertisement -

তবে অনুষ্ঠান শুরুর সময় সকাল ৯টা থাকলেও সূর্য ওঠার আগেই সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নামে।

- Advertisement -google news follower

সরেজমিনে দেখা গেছে, ফজরের নামাজের পরপরই রাজধানী অভিমুখে ছুটে আসেন ধর্মপ্রাণ মুসলমানরা।

সূর্য আলো ছড়ানোর আগেই ভরে যায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দান। দেশের বিভিন্ন জেলা থেকেও এসেছেন মানুষজন।

- Advertisement -islamibank

সকাল ৯টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও মানুষের চাপে আলোচনা শুরু হয় ভোর ছয়টার পর থেকেই।

গতকাল শীর্ষস্থানীয় উলামা মাশায়েখের আহ্বানে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলনের অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

সোমবার ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম স্বাক্ষরিত চিঠিতে এ অনুমতির কথা জানানো হয়েছে।

এর আগে, দেশের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখদের আহ্বানে এই ইসলামী মহাসম্মেলন সফল করার আহ্বান জানান সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক দেশের বিশিষ্ট আলেম জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার শাইখুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক।

তিনি বলেন, আমরা শুনতে পাচ্ছি সরকার পতনের পর দেশের নানা এলাকায় মাদরাসা-মসজিদ নিয়ে নানা ঝামেলা চলছে।

এছাড়া, তাবলীগ জামাত নিয়ে সাদপন্থীরা ঝামেলা করার পায়তারা করছে। সেজন্যই দেশের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখদের আহ্বানে এ মহাম্মেলনের উদ্যোগ নেয়া।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM