আনুষ্ঠানিকভাবে আজ চসিক মেয়রের দায়িত্ব নেবেন ডা. শাহাদাত

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন মঙ্গলবার (৫ নভেম্বর)।

- Advertisement -

দুপুর ১২টার দিকে ট্রেনযোগে চট্টগ্রামে পোঁছানোর কথা রয়েছে তার। রেলস্টেশনে দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ তাকে সংবর্ধনা জানাবেন।

- Advertisement -google news follower

এরপর হযরত আমানত শাহ (রহ.) এর মাজার জেয়ারত শেষে লালদীঘির পাড় চসিকের নতুন ভবনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বসবেন তিনি।

সেখানে সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করবেন। এরপর সন্ধ্যায় নগরের টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে দায়িত্বভার গ্রহণ করবেন।

- Advertisement -islamibank

নতুন মেয়রকে বরণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে চসিক। মেয়রকে স্বাগত জানিয়ে কার্যালয়ের প্রবেশপথে নির্মাণ করা হয়েছে তোরণ। ভেতরে ঢুকতেই কার্যালয়ের ফটকের পাশে মেয়রকে শুভেচ্ছা জানিয়ে চসিকের কর্মচারীদের পক্ষ থেকে টাঙানো হয়েছে ডিজিটাল ব্যানার।

এছাড়াও রুমের পাশে মেয়রের নামফলক, রুমের মেঝেতে নতুন ফ্লোরমেট, মেয়রের জন্য নতুন চেয়ার, বার্নিশ করা আসবাবপত্র, টেবিলের ওপর নতুন কম্পিউটার, অনার বোর্ডে মেয়রের নাম স্থাপনসহ আনা হয়েছে নানা পরিবর্তন। বলা চলে-সব মিলিয়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে পুরো নগর ভবন জুড়ে।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় মোনাজাতে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন নতুন মেয়র। মেয়রকে বরণে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মেয়রের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী জানান, ঢাকা থেকে সকালে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে রওনা দিয়ে দুপুর ১২টায় চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছাবেন মেয়র শাহাদাত হোসেন। সেখানে দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ তাকে সংবর্ধনা দেবেন। সেখান থেকে হযরত শাহ আমানত (রহ.) মাজার জিয়ারত করবেন তিনি।

এরপর লালদিঘীর পাড় চসিকের নতুন ভবনে একটি সভায় অংশ নেবেন। পরে সেখানেই সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেবেন।

এরপর বিকেলে চসিকের টাইগারপাস কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাতে অংশগ্রহণ শেষে দায়িত্বভার গ্রহণ করবেন।

এর আগে, রোববার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীতে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে চসিক মেয়র হিসেবে শপথগ্রহণ করেন শাহাদাত হোসেন।

তাকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

শপথগ্রহণ শেষে বেলা ১২টার দিকে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র শাহাদাত।

এ সময় সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ অন্তত পাঁচ হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া কামনা করে মোনাজাত করা হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM