পর্যটকদের জন্য সুখবর, সাজেক ভ্রমণের দুয়ার খুলছে আজ

ভ্রমণ ডেস্ক :

দীর্ঘ দেড় মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য আজ মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে খুলছে খুলছে দেশের বিনোদনের অন্যতম আকর্ষণীয় স্পট সাজেক ভ্যালি।

- Advertisement -

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, গত ১ নভেম্বর থেকে রাঙামাটিতে পর্যটক ভ্রমণে যে বিধি–নিষেধ ছিল তা প্রত্যাহার করা হয়েছে।

- Advertisement -google news follower

জেলা প্রশাসক আরও বলেন, সাজেক রাঙামাটি জেলায় হলেও এর অবস্থানগত কারণে এটি খাগড়াছড়ি জেলার ওপর দিয়ে যেতে হয়, যেহেতু খাগড়াছড়িতে ৫ নভেম্বর থেকে পর্যটকদের জন্য বিধি–নিষেধ খুলে দেয়া হচ্ছে, তাই আজ ৫ নভেম্বর (মঙ্গলবার) থেকে পর্যটকরা সাজেকে ভ্রমণ করতে পারবেন।

সাজেক পর্যটকসংশ্লিষ্টরা জানান, সাজেকে ১১৬টি হোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে। এখানে ১৪টির বেশি রেস্তোরাঁ থাকলেও গত দেড় মাস কোনো বিক্রি ছিল না।

- Advertisement -islamibank

সাজেক রিসোর্ট–কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, দেড় মাসে প্রায় ৮–৯ কোটি টাকা লোকসান হয়েছে।

উল্লেখ্য, পর্যটকদের নিরাপত্তা এবং শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলায় গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত একটানা ২৪ দিন পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছিল স্থানীয় প্রশাসন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM