সাঙ্গু নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনকে কারাদণ্ড

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালীর সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাস্থল থেকে একটি বালুভর্তি ড্রেজার বোট জব্দ করা হয়।

- Advertisement -

দণ্ডপ্রাপ্তরা হলো- নোয়াখালীর হাতিয়া উপজেলার মোহাম্মদ আবু তাহেরের ছেলে মো. ইলিয়াছ (৫৫), ভোলার চরফ্যাশন মুন্সিবাড়ি আবু তাহেরের ছেলে মো. জসিম (৪৫) ও চরফ্যাশনের মো. শাহজাহানের ছেলে মো. রাকিব (২১)।

- Advertisement -google news follower

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ২টায় পুকুরিয়া ইউনিয়নের তেছিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে তাঁদের কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালতের নের্তৃত্ব দেওয়া সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন।

তিনি জানান, সাঙ্গু নদী থেকে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের দায়ে তিনজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০, সংশোধিত ২০২৩ অনুযায়ী তিনজনকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM