দাম কমলো এলপিজির

অর্থনীতি ডেস্ক :

ভোক্তা পর্যায়ে আবারও কমলো এলপিজির দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫৬ টাকা থেকে ১ টাকা কমিয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পর পর চার মাস এলপিজির দাম বৃদ্ধির পর এবার একটু কমলো।

- Advertisement -

মঙ্গলবার (৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই ঘোষণা দেয়।

- Advertisement -google news follower

দর ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি বলেন, প্রতি কেজি এলপিজির দাম এ মাসের জন্য ১২১ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকেই এটা কার্যকর হবে।

এর আগে সেপ্টেম্বর মাসেও ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে ১ হাজার ৪২১ টাকা করা হয়, আগস্ট মাসে ছিল ১ হাজার ৩৭৭ টাকা।

- Advertisement -islamibank

এদিকে আজ থেকে বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহার করা রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম কেজি প্রতি ১১৭ টাকা ৪৯ পয়সা থেকে কমিয়ে ১১৭ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

শুধু ১২ কেজি নয়, ৫ কেজি, সাড়ে ১২ কেজি, ১৫ কেজি, ১৬ কেজি, ১৮ কেজি, ২০ কেজি, ২২ কেজি, ২৫ কেজি, ৩০ কেজি, ৩৩ কেজি, ৩৫ কেজি ও ৪৫ কেজি এলপিজি সিলিন্ডারের দামও কমানো হয়েছে।

এদিকে অটো গ্যাসের দাম লিটার প্রতি ৬৬ টাকা ৮৪ পয়সা থেকে কমিয়ে ৬৬ টাকা ৮১ পয়সা নির্ধারণ করা হয়েছে। যা সেপ্টেম্বর মাসে ছিল ৬৫ টাকা ২৬ পয়সা।

বিইআরসি জানায়, নভেম্বর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) প্রতি মেট্রিক টনের দাম যথাক্রমে ৬৩১ দশমিক ৭৫ মার্কিন ডলারে উঠেছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM