নাফ নদী থেকে ২০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

দেশজুড়ে ডেস্ক :

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে যাওয়া ১৫ টি ডিঙ্গি নৌকাসহ ২০ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।

- Advertisement -

মঙ্গলবার ৫ নভেম্বর বিকেল সাড়ে ৪ টার দিকে নাফনদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে এই ২০ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন টেকনাফের সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সালাম।

- Advertisement -google news follower

তিনি জানান, ২টি ইঞ্চিন চালিত নৌকা এবং ১৩টি ইঞ্চিন বিহীন নৌকাযোগে মোহনায় মাছ ধরতে গেলে এই ২০ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়।

আরাকান আর্মির সদস্যরা বড় ট্রলার যোগে এসে অস্ত্রের মুখে এদের নিয়ে যায়। এদের সবার বাড়ি টেকনাফের সাবারং ইউনিয়নের শাহাপরীর দ্বীপের জালিয়াপাড়ার।

- Advertisement -islamibank

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, বিষয়টি স্থানীয় ইউপি সদস্যসহ লোকজন জানিয়েছেন। তা সংশ্লিষ্টকে অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, স্থানীয় লোকজন ও পরিবারের মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন। বিষয়টি নিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM